শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

একটি বিয়ের অনুষ্ঠানে ১১৩ জনের মৃত্যু

যাযাদি ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১
আপডেট  : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮
একটি বিয়ের অনুষ্ঠানে ১১৩ জনের মৃত্যু
একটি বিয়ের অনুষ্ঠানে ১১৩ জনের মৃত্যু

বিয়ের অনুষ্ঠানে সাধারণ যা হয় তাই নিয়ে ব্যস্ত সবাই। সবাই অনুষ্ঠানের মধ্যমনি কনেকে নিয়ে ব্যস্ত। ঠিক তখন ঘটে ভয়াবহ এক ঘটনা। যুবক-তরুণদের অতিরিক্ত বাড়াবাড়ি ও আতশবাজি থেকে মারাত্মক দুর্ঘটনার ঘটনা ঘটছে। সবাই যখন আনন্দ-উৎসবে ব্যস্ত ঠিক সে সময়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। এতে এ পর্যন্ত অন্তত ১১৩ জনের মৃত্যু হয়েছে।

ইরাকে একটি বিয়ে অনুষ্ঠানে আগুনে অন্তত ১১৩ লোকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ১৫০ জন। দেশটির উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশে এ ঘটনা ঘটে বলে ইরাকের রাষ্ট্রীয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা খবর প্রকাশ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে আগুন লাগে বলে জানানো হয়েছে।

নিনেভাহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত ১১৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। অনেকের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিয়ে অনুষ্ঠানে আতশবাজি থেকে এই আগুনের সৃষ্টি হয়ে থাকতে পারে। অনুষ্ঠান জমজমাট অবস্থায় বিশাল হল রুমে আগুন লেগে যায়।

রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, ভবনটিতে অত্যন্ত দাহ্য নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছিল। এর ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজ চলছে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে রয়েছে। সূত্র : আল জাজিরা

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে