শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
walton

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৭

যাযাদি ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৩, ১০:৫৩

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অন্তত ১০০ জন ওই উপাসনালয়ে অবস্থান করছিলেন। স্থানীয় সময় রোববার সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ উপাসনালয়ে এমন ঘটনার পর অন্তত ১০ জনকে আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয় বলে খবর দিয়েছে বিদেশি গণমাধ্যমগুলো।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। এসময় গির্জার ছাদ ধসে পড়ার পরে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে