গাজায় অভিযান চালাতে গিয়ে অসহায় ও বিভ্রান্ত হয়ে পড়েছে ইসরায়েল। এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া বার্তায় আয়াতুল্লাহ আল খামেনি বলেন, মার্কিন সহায়তা না পেলে কয়েকদিনের মধ্যেই নিশ্চুপ হয়ে যাবে তেল আবিব। পোস্টে নেতানিয়াহু প্রশাসনকে মিথ্যেবাদী বলে আখ্যা দেন তিনি।
আয়াতুল্লাহ আল খামেনি আরও বলেন, নিজ দেশের মানুষকেই ধোঁকা দিচ্ছে ইসরায়েল সরকার। তিনি অভিযোগ করেন, হামাসের আস্তানায় অভিযানের নামে নির্বিচারে হামলা চালাচ্ছে ইহুদি সেনারা। এতে হতাহতের শিকার হতে পারেন হামাসের হাতে জিম্মিরাও।
যাযাদি/ এসএম