শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ঈদ উপলক্ষে পাকিস্তান রেলওয়ে ২৫ শতাংশ ভাড়া কমালো

যাযাদি ডেস্ক
  ১০ এপ্রিল ২০২৪, ০১:১২
ছবি সংগৃহীত

পাকিস্তানে আজ বুধবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দিবসটিকে কেন্দ্র করে পুরো পাকিস্তান জুড়ে বইছে উৎসবের আমেজ। উৎসবের আমেজকে রাঙাতে পাকিস্তান রেলওয়ে ঘোষণা দিয়েছে ২৫% ভাড়া কমানোর। এতে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে। ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে।

জানা যায়, পাকিস্তান রেলওয়ে ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে। দেশটির রেলের একজন মুখপাত্র জানিয়েছেন, ভাড়ার এই ছাড় যাত্রীবাহী ট্রেনের সব শ্রেণির যাত্রীর জন্যই প্রযোজ্য।

তবে ঈদ স্পেশাল ট্রেনে এই ছাড় প্রযোজ্য হবে না বলেও ওই মুখপাত্র জানান। এদিকে, পাকিস্তানের আকাশে মঙ্গলবার চাঁদ দেখা গেছে। দেশটিতে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সূত্র : জিও নিউজ

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে