শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

একসাথে ৬ শিশুর জন্ম, সবাই সুস্থ, ওজন স্বাভাবিক

যাযাদি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২৪, ০৯:৩০
একসাথে ৬ শিশুর জন্ম, সবাই সুস্থ, ওজন স্বাভাবিক
ছবি-সংগৃহিত

সাম্প্রতিক বছরগুলোতে একসঙ্গে কয়েকজন সন্তান জন্মদানের ঘটনা প্রায় ঘটছে। কোনো কোনো ক্ষেত্রে ৫-৭ জন পর্যন্ত হচ্ছে। তবে এদের বেশিরভাগ সন্তান মারা যান। তবে এবার এক নারী ৬ সন্তান জন্ম দান করেন। তবে বিস্ময়ক ব্যাপার হলো তার জন্ম দেয়া ৬ জনই সুস্থ্য আছে। চিকিৎসক বলছে তারা সবাই যদি শেষ পর্যন্ত বেঁচে থাকে তা হবে বিশ্বের ইতিহাসে প্রথম।

জানা যায়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একসাথে ছয় শিশুর জন্ম দিয়েছে এক নারী। নবজাতক সবাই সুস্থ রয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নবজাতকদের মা জিনাত বিবি। তাদের বাবা ওয়াহিদ। তারা রাওয়ালপিন্ডির হাজরা কলোনীর বাসিন্দা। নবজাতকদের চারজন ছেলে ও দু’জন মেয়ে।

চিকিৎসকরা জানান, নবজাতকদের ওজন স্বাভাবিক শিশুদের মতোই রয়েছে। তাদের মাও ভালো আছেন।

শিশুরা হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা সেবা পেতে থাকবে। রিলিজের উপযুক্ত হলে তবেই তাদেরকে সেখান থেকে বের করা হবে। সূত্র : জিও নিউজ

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে