শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সৌদি আরবে তুষার-শিলায় ঢেকে গেছে মরুভূমি

যাযাদি ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৮
ছবি: সংগৃহীত

জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রপাত, আকস্মিক বন্যা এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে।

সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স আবহাওয়ার সতর্কতা জারি করেছে। আগামী সোমবার পর্যন্ত দেশটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে নাগরিকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

গত শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়েছে, বিশেষ করে রাফা গভর্নরেট এবং এর আশেপাশের এলাকায়।

জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রপাত, আকস্মিক বন্যা এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে।

রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, তাবুক এবং আল জাউফে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার থেকে ভারী তুষারপাতে আল জউফের উত্তরাঞ্চল ঢেকে গেছে। বিশেষ করে সাকাকা সিটি এবং দুমাত আল জান্দালে কয়েকদিনের শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের পর এই তুষারপাত শুরু হয়।

যে অঞ্চলটি অসাধারণ বসন্তের ফুলের জন্য বিখ্যাত, সেখানে এখন অস্বাভাবিক শীতকাল বিরাজ করছে।

সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স আবহাওয়ার সতর্কতা জারি করেছে। আগামী সোমবার পর্যন্ত দেশটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে নাগরিকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

গত শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়েছে, বিশেষ করে রাফা গভর্নরেট এবং এর আশেপাশের এলাকায়।

জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রপাত, আকস্মিক বন্যা এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে।

রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, তাবুক এবং আল জাউফে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার থেকে ভারী তুষারপাতে আল জউফের উত্তরাঞ্চল ঢেকে গেছে। বিশেষ করে সাকাকা সিটি এবং দুমাত আল জান্দালে কয়েকদিনের শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের পর এই তুষারপাত শুরু হয়।

যে অঞ্চলটি অসাধারণ বসন্তের ফুলের জন্য বিখ্যাত, সেখানে এখন অস্বাভাবিক শীতকাল বিরাজ করছে।

উত্তর সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রাফা প্রদেশের দক্ষিণ ও পূর্ব অংশে প্রবাহিত স্রোত এবং ভরাট প্রাকৃতিক অববাহিকার অত্যাশ্চর্য ছবি ধারণ করেছে। মনোরম দৃশ্যাবলী এই অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে অনেক দর্শনার্থীকে আকৃষ্ট করেছে।

চলমান আবহাওয়া সতর্কতা এবং প্রস্তুতি

এনসিএম আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে এবং আল-জউফ, আল-কুরায়াত এবং তাবারজালসহ বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করেছে। ভারী বৃষ্টিপাত, শক্তিশালী বাতাস, শিলাবৃষ্টি এবং সম্ভাব্য আকস্মিক বন্যার কারণে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এনসিএম জাজান, আসির, আল বাহা, মক্কা, মদিনা, কাসিম, হাইল, রিয়াদ এবং পূর্বাঞ্চলসহ অন্যান্য অঞ্চলের জন্যও সতর্কতা জারি করেছে, ধুলো ঝড়, ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং কুয়াশার পূর্বাভাস দিয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে