শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
পানি নিষ্কাশন সমস্যা

আত্রাই ফুটবল মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৪:৩১
আপডেট  : ১৭ মে ২০২৫, ২১:১৯
আত্রাই ফুটবল মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
নওগাঁর আত্রাই কেন্দ্রীয় ফুটবল মাঠে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা: ছবি যায়যায়দিন

নওগাঁর আত্রাই উপজেলা কেন্দ্রীয় ফুটবল মাঠে বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে এ অবস্থার সৃষ্টি হয় বলে এলাকাবসী অভিযোগ করেন।

গত শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৮টায় বৃষ্টি হওয়ায় মাঠে হাঁটুপানি জমে যায়, যা স্থানীয় ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের জন্য ব্যাপক অসুবিধা সৃষ্টি করে।

1

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও এখনও কোনো সমাধান হয়নি। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন বলেন, ‘মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছি।

সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান হলে ফুটবল মাঠটি আবারও সক্রিয়ভাবে ব্যবহার উপযোগী হবে।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে