শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

গাজাজুড়ে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ১০০

যাযাদি ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২৪, ০৯:০৫
ছবি: সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় চুক্তির বিষয়ে সম্মত হয়নি ইসরায়েল। দেশটির হামলায় গাজায় আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিহত হন তারা। শনিবার (৩০ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় দুইটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭৫ জন নিহত হয়েছে। সেইসঙ্গে গাজার বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

এদিকে গাজা সরকারের মিডিয়া কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের দুর্দশা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। তবে সর্বশেষ এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে