বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সারিয়াকান্দি বিদ্যালয়ের সভাপতি হতে সনদ জাল করার অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ২০:০৮
সারিয়াকান্দি বিদ্যালয়ের সভাপতি হতে সনদ জাল করার অভিযোগ
ছবি: যায়যায়দিন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শোনপচা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোখলেছুর রহমান সোনার বিরুদ্ধে স্নাতক পাসের সনদ জাল করার অভিযোগ উঠেছে।

1
গত বছরের ২২ এপ্রিল স্কুলের রাজশাহী বোর্ডের সিদ্ধান্তে শোনপচা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা হয় মো. মোখলেছুর রহমান সোনা মিয়াকে। সভাপতি নির্বাচিত হওয়ার জন্য তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের থেকে পাস করা স্নানত পাশের সনদ দাখিল করেন।

সভাপতির শিক্ষা সনদ নিয়ে সন্দেহ হওয়ায় উক্ত সনদ যাচাই-বাছাই করার জন্য আয়েন উদ্দিন নামে ওই এলাকার এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ দেন ।

দায়ের করা ওই অভিযোগ সুত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার অন্তর্গত কর্ণিবাড়ী ইউনিয়ন এর চরশোনপচা পচা এলাকায় অবস্থিত শোনপচা উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি ওই এলাকার পরিচিত ব্যক্তি। অভিযোগ কারী উল্লেখ করেন তার জানামতে এখনকার যে সভাপতি তিনি এসএসসি পাস করার পরেই সিংগাপুর চলে যায় এবং দীর্ঘসময় বিদেশে অবস্থান করেন। তিনি আর পড়াশোনা করেন নাই। কিন্তু তিনি স্নাতক সনদ দেখিয়ে স্কুলের সভাপতি নির্বাচিত হন। যাহা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। তাই তার সকল শিক্ষাগত সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করা অত্যন্ত প্রয়োজন বলে তিনি বগুড়া জেলা প্রশাসক ও বগুড়া জেলা শিক্ষা অফিসে অভিযোগ টি দেন।

এবিষয়ে শোনপচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, এডহক কমিটির সভাপতির আবেদনের সাথে বর্তমান সভাপতি সোনা মিয়া একটি সার্টিফিকেট জমা দিয়েছে। এটা উম্মুক্ত থেকে পাশ করা কিন্তু আমি অনলাইন এটা পাইনি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিসে গিয়েছিলাম সেখান থেকে বলছে ১৫ সালের আগে যার পাশ করেছে তাদেরটা ওয়েবসাইটে পাওয়া যায় না।

শোনপচা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোখলেছুর রহমান সোনার বলেন,আমি অভিযোগ দেওয়ার ব্যাপারটি শুনেছি। আমার সনদ সঠিক না বেঠিক সেটা যাচাই বাছাই হোক কোনও সমস্যা নাই। এই অভিযোগের প্রথমেই ভুল আছে আমি ২০০৩ সালে এসএসসি পাশ করেছি আর বিদেশে গিয়েছি ২০০৬ সালে।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ বলেন, অভিযোগ পেয়েছি এটি যাচাই বাছাই করে পরবর্তী ব্যাবস্হা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে