মেক্সিকোর মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আর এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই তথ্য জানান সেখানকার স্থানীয় এক কর্মকর্তা।
মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দুর্ঘটনায় একটি সিমেন্ট ট্যাংকার ট্রাক, একটি বাস ও একটি ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়।
পুয়েবলা রাজ্যের কুয়াকনোপালান ও ওয়াহাকা শহরের মধ্যবর্তী মহাসড়কে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যান।
সেখানকার একটি স্থানীয় পত্রিকার খবরে বলা হয়, একটি সিমেন্টবাহী ট্রাক একটি ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করায় দুর্ঘটনাটি ঘটে।
মেক্সিকোর মহাসড়কে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই দক্ষিণাঞ্চলীয় তাবাস্কো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।