শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাষ্ট্র ও কাতারের লাখো কোটি ডলারের চুক্তি 

যাযাদি ডেস্ক
  ১৫ মে ২০২৫, ১৪:২৬
আপডেট  : ১৫ মে ২০২৫, ১৪:৪০
যুক্তরাষ্ট্র ও কাতারের লাখো কোটি ডলারের চুক্তি 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি

মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গত বুধবার সৌদি আরব সফর শেষ করে কাতারে পৌঁছেন।

সেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে তিনি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন।

1

সাক্ষরিত চুক্তির আওতায় কমপক্ষে ১ লাখ ২০ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে। কাতারের দোহায় থানি এবং ট্রাম্পের মধ্য বৈঠক অনুষ্ঠিত হয়। তারা যে যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন, সেটি বৈঠক শেষে দুই নেতা ঘোষণা দেন।

যেখানে দুই দেশের মধ্যে ১ লাখ ২০ হাজার কোটি ডলারের ব্যবসা হওয়ার আশা করা হচ্ছে।

কাতার ও যুক্তরাষ্ট্র যেসব চুক্তিতে স্বাক্ষর করেছে, তার মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি এবং কাতার এয়ারওয়েজ কর্তৃক শতাধিক বোয়িং বিমান কেনার একটি চুক্তি।

৯ হাজার ৬০০ কোটি ডলারের চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৭৭ এক্স সিরিজের মোট ২১০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে।

এ ছাড়াও কাতারের আল উদিদ বিমানঘাঁটি এবং অন্য আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় ৩ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের একটি ইচ্ছাপত্রও স্বাক্ষরিত হয়েছে।

ট্রাম্পের সফরের পরিপ্রেক্ষিতে, থানি বলেন, কাতার সফরের মধ্য দিয়ে দোহা এবং ওয়াশিংটনের সম্পর্ক ‘এক নতুন উচ্চতায়’ পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যে এবার তিন দেশ সফর করছেন ট্রাম্প। আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার মধ্য দিয়ে তার এ সফর শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে