তুরস্কে অনুষ্ঠিতব্য ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বড় কোনো অগ্রগতি হবে বলে আশাবাদী নন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রুবিওর মতে, সত্যিকার অগ্রগতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক করা দরকার। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি।
তুরস্কের দক্ষিণাঞ্চলে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এরপর রুবিও বলেন, ’আমি মনে করি না যে এখানে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হবে, যতক্ষণ না প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন এই বিষয়ে সরাসরি যোগাযোগ করেন।’
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইস্তানবুলে তার দেশ আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবে।
যদিও তিনি রাশিয়ার প্রতিনিধি দলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ রাশিয়ার পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি।
আর মেদিনস্কি বলছেন, তাদের প্রতিনিধি দলের সদস্যদের প্রয়োজনীয় সব দক্ষতা ও ক্ষমতা রয়েছে।
এর আগে, মধ্যপ্রাচ্য সফররত ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ও পুতিনের সরাসরি সাক্ষাৎ ছাড়া ইউক্রেনে শান্তি ফেরানোর প্রশ্নে কোনো ফলপ্রসূ অগ্রগতি আশা করা যাচ্ছে না।