শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সুনামগঞ্জে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে ইউএনও

সুনামগঞ্জ প্রতিনিধি
  ১৬ মে ২০২৫, ২০:৪৫
সুনামগঞ্জে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে ইউএনও
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব ইব্রাহীপুর গ্রামে সুরমা নদীর অব্যাহত ভাঙনে রাস্তাঘাট, গাছপালা ও ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। সাম্প্রতিক ভাঙনে আলী জাহান ও হারিস মিয়ার বাড়ির সামনের প্রধান সড়কের একটি বিশাল অংশ নদীগর্ভে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৬ মে) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক অতীশ দর্শী চাকমা সরেজমিনে পূর্ব ইব্রাহীপুরের ক্ষতিগ্রস্ত সড়ক ও নদী ভাঙন কবলিত এসব এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয়দের সাথে কথা বলার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ভেঙে যাওয়া সড়কটি চলাচলের উপযোগী করে তুলতে ও সড়কটিকে রক্ষা করতে ‘সুরক্ষা দেয়াল’ নির্মাণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

1

স্থানীয়রা ইউএনওকে জানান, গ্রামের একমাত্র রাস্তাটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেলে গ্রামের বিশাল জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ, রোগী, মহিলা, চাকরিজীবী এবং মসজিদে যাতায়াতকারী মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়াও গ্রামের কবরস্থানটিও হুমকির মুখে রয়েছে। নদীর তীরবর্তী বেশকিছু বাড়িঘর ও গাছপালা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে জানান স্থানীয়রা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, পূর্ব ইব্রাহীমপুর গ্রামের নদী ভাঙন রোধে আপাতত জরুরি কোনো বরাদ্দ নেই। বরাদ্দ আসলে কাজ হবে।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের চিত্র দেখেছি। সড়কের একটি অংশ নদী ভাঙনের কবলে পরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছেন এই সড়কটিকে সংস্কারের পাশাপাশি রক্ষা করতে ‘সুরক্ষা দেয়াল’ প্রয়োজন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি দ্রুত সময়ের মধ্যে এখানে একটি সুরক্ষা দেয়াল নির্মাণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু হাসনাত সরকার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমির হোসেন রেজা, দৈনিক উত্তরপূর্ব’র জেলা প্রতিনিধি তানভীর আহমেদ, স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে