বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য ফের ডাক পেলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বাফুফে শুক্রবার ফাহমিদুলের ক্লাব ওলবিয়া কালসিওকে চিঠি দিয়েছিল। ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি ঘন্টা খানেকের মধ্যেই বাফুফের চিঠির উত্তর দিয়েছে। পাশাপাশি ফাহমিদুলকে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য সামাজিকমাধ্যমে এক পোস্টে ক্লাব থেকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে।
আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ঘোষিত প্রাথমিক ক্যাম্পের জন্য তাকে আবারও ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চলতি বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবে অনুশীলনেও অংশ নেন তিনি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তে ফাহমিদুলকে বাদ দেওয়া হয় এবং তিনি ফিরে যান ইতালিতে।
ফাহমিদুলের বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে তলব করেন।
বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে বৈঠকে বসে। সেখানে কোচকে অনুরোধ করা হয় ঢাকার মাঠে সরাসরি ফাহমিদুলকে দেখার জন্য। যদিও শুরুতে কোচ কিছু যুক্তি দেখিয়ে তার না রাখার সিদ্ধান্তে অনড় ছিলেন। শেষ পর্যন্ত তিনিই আবারও এই তরুণ ফুটবলারকে ডেকেছেন।
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ৪ জুন একটি প্রীতি ম্যাচও রয়েছে। সবকিছু মিলিয়ে শুরু থেকেই ফাহমিদুলকে দলে চেয়েছে ফেডারেশন।
ফাহমিদুলের পাশাপাশি হামজা চৌধুরি ও সামিত সোমের ক্লাবের সঙ্গেও বাফুফে চিঠির আদান-প্রদান করছে। দুই হাই প্রোফাইল ফুটবলারকে ক্যাম্প শুরুর ১-২ দিনের মধ্যেই আনার সর্বাতœক চেষ্টা করছে ফেডারেশন। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। সিঙ্গাপুরের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে তিনি কাদের ডাকেন সেটা দেখার অপেক্ষায় ফুটবলাঙ্গন।