কক্সবাজারের চকরিয়ার বেসরকারী জমজম হাসপাতালের বর্তমান পরিচালনা কমিটির এজিএম সভা বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। গত সোমবার কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
হাসপাতালের শেয়ার হোল্ডার বাটাখালীর বাসিন্দা মুজিবুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিচারক ১২ মে হতে আগামী ১২ জুলাই পর্যন্ত কোন ধরনের সভা আয়োজনের উপর ১৪৪ ধারা জারি করেন।
ওই সময়ের মধ্যে হাসপাতাল এলাকায় কোন ধরনের সভা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।
জানা যায়, জমজম হাসপাতাল নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি সাবেক এমডি গোলাম কবিরকে পরিচালনা কমিটির মেজরিটি সদস্য নতুন পদ সৃষ্টি করে সিইও দায়িত্ব প্রদান করেন। তারা এজিএম সভার প্রস্তুতি নিলে বিরোধী পক্ষ পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবদুল করিম ও বর্তমান সিইও গোলাম কবিরসহ ১০-১২ জনকে বিবাদী করে আদালতে এম আর মামলা ১২০/২০২৫ দায়ের করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আরো প্রখট হয়।
উল্লেখ্য, ১৭মে এজিএম সভা আয়োজন করার ঘোষণা দেন বিবাদী পক্ষ।
চকরিয়া থানার (এসআই) ফরহাদ রাব্বি ইশান বলেন, দুই পক্ষকে আদালতের নোটিশ প্রদান করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা আরোপ থাকাকালে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।