গাজায় হামাসের হাতে যেসব জিম্মি আছে তাদের অর্ধেক জীবিত ইসরাইলি জিম্মিকে ফেরতের শর্তে ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে ইসরাইল।
রোববার (১৮ মে) ইসরাইলের সরকারি সম্প্রচার সংস্থা কান এ খবর জানায়। তারা বলছে, কাতারের দোহায় আলোচনার সময় এই প্রস্তাব দেওয়া হয়।
অন্যদিকে ইসরাইল ধারণা করছে, গাজায় এখনো ৫৮ জন জিম্মি রয়েছে। তাদের মধ্যে ২০ জনকে জীবিত বলে মনে করা হচ্ছে।
প্রস্তাবে এটাও বলা হয়, যুদ্ধবিরতির সময় ভবিষ্যতের যুদ্ধ নিয়ে আলোচনা হবে। যেখানে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর অস্ত্র ছাড়ার বিষয় এবং তাদের নেতাদের বিতাড়নের কথা আলোচনায় থাকবে ।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দোহার সর্বশেষ আলোচনায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যুদ্ধ বন্ধের বিনিময়ে হামাস যোদ্ধাদের নির্বাসন এবং গাজা উপত্যকার নিরস্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে হামাস এই শর্তগুলো প্রত্যাখ্যান করেছিল।
হামাস বলেছে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি জমি দখল অব্যাহত রাখবে, ততক্ষণ তারা অস্ত্র ছাড়বে না।
যুদ্ধ বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পুনরায় দিয়েছে হামাস।
উল্লেখ্য, দোহায় আলোচনার মধ্যেই গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইল । এ অভিযানে আজ সোমবার সকাল পর্যন্ত প্রায় দেড়শ জনের মৃত্যু হয়েছে।