সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বেলুচিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪

যাযাদি ডেস্ক
  ১৯ মে ২০২৫, ১৫:৪৬
আপডেট  : ১৯ মে ২০২৫, ১৫:৫৩
বেলুচিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪
বেলুচিস্তানের মানচিত্র। প্রতীকী ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৯ মে ) এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় বার্তা সংস্থা এপি।

1

ডেপুটি কমিশনার আবদুল্লাহ রিয়াজ জানান, আফগানিস্তান সীমান্তে অবস্থিত বেলুচিস্তান প্রদেশের কিল্লাহ আবদুল্লাহ শহরে রোববার রাতে এই হামলা হয়।

বিস্ফোরণে কয়েকটি দোকান ও একটি পার্শ্ববর্তী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে আধা-সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় নেয়নি কেউ।

যদিও বিশ্লেষকদের ধারণা, এ ঘটনার জন্য বালুচ বিচ্ছিন্নতাবাদীদের দিকেই সন্দেহের তীর ছোঁড়া হবে।

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এই বোমা হামলার প্রতি নিন্দা প্রকাশ করেন এবং জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে