পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন।
আজ সোমবার (১৯ মে ) এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় বার্তা সংস্থা এপি।
ডেপুটি কমিশনার আবদুল্লাহ রিয়াজ জানান, আফগানিস্তান সীমান্তে অবস্থিত বেলুচিস্তান প্রদেশের কিল্লাহ আবদুল্লাহ শহরে রোববার রাতে এই হামলা হয়।
বিস্ফোরণে কয়েকটি দোকান ও একটি পার্শ্ববর্তী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে আধা-সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় নেয়নি কেউ।
যদিও বিশ্লেষকদের ধারণা, এ ঘটনার জন্য বালুচ বিচ্ছিন্নতাবাদীদের দিকেই সন্দেহের তীর ছোঁড়া হবে।
বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এই বোমা হামলার প্রতি নিন্দা প্রকাশ করেন এবং জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।