যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য আলোচকরা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর একতরফা শুল্ক ছাড় দেওয়ার বিষয়ে চাপ বাড়িয়েছে বলে জানা যাচ্ছে।
শুক্রবার (২৩ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছাড় না পেলে ইউরোপের ওপর ২০ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক আরোপ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার শুক্রবার ইউরোপীয় বাণিজ্য কমিশনার ম্যারোস সেফচোভিচকে জানাবেন, ইউরোপীয় ইউনিয়ন শুল্ক নিয়ে যে ‘ব্যাখ্যা’ পাঠিয়েছে, তা যুক্তরাষ্ট্রের প্রত্যাশার তুলনায় অনেকটাই কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এছাড়া ইইউ আলোচনা চালিয়ে যেতে একটি যৌথ কাঠামোগত প্রস্তাব তৈরি করতে চাইলেও, দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনো ব্যাপক ফারাক রয়ে গেছে।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্র ইইউ থেকে আমদানি হওয়া গাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে।
এরপর এপ্রিল মাসে আরো কিছু ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। তবে ইউরোপকে আলোচনার সুযোগ দিতে এই শুল্কের হার ৯০ দিনের জন্য সাময়িকভাবে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।
জবাবে ২৭ সদস্য দেশের ইউরোপীয় ইউনিয়ন দুই পক্ষের শিল্পপণ্যের ওপর শূন্য শুল্ক প্রস্তাব করে তাদের পাল্টা শুল্ক আরোপ পরিকল্পনা স্থগিত করেছে।
বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা ব্যর্থ হলে বিশ্ব বাণিজ্যে আবারও উত্তেজনা তৈরি হতে পারে, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতে।