করোনার সংক্রামণ নতুন করে বাড়ছে ভারতে। ২৬ মে পর্যন্ত ভারতে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। রাজধানী দিল্লিতে মোট ১০৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৯৯ জন কেবল গত সপ্তাহেই আক্রান্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ভারতে নতুন করে দুটি কোভিড ভেরিয়েন্ট, NB.1.8.1 এবং LF.7, সনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নতুন ভেরিয়েন্ট দুটিকে ‘উদ্বেগজনক’ বা ‘উল্লেখযোগ্য’ তালিকায় না রেখে আপাতত ‘পর্যবেক্ষণাধীন রূপ’ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে।
ভারতের জিনোমিক্স গবেষণা সংস্থা INSACOG-এর রিপোর্ট অনুযায়ী, এপ্রিল মাসে তামিলনাড়ুতে NB.1.8.1 শনাক্ত হয় এবং মে মাসে গুজরাটে LF.7-এর চারজন আক্রান্ত হয়। এরই মধ্যে চীন, সিঙ্গাপুর এবং হংকংয়েও এর প্রভাব বাড়তে দেখা গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, LF.7 ও NB.1.8.1 মূলত JN.1 ভেরিয়েন্টের নতুন বংশধর, যেগুলো তুলনামূলকভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও এখনো বড় পরিসরে সংক্রমণের আশঙ্কা নেই, তবে সতর্ক থাকা প্রয়োজন বলে জানিয়েছেন ভারতের পালমোনোলজি ও শিশু পালমোনোলজি বিভাগের প্রধান ডঃ শরদ জোশী।
তিনি বলেন, ‘আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করাই এখন জরুরি। কিছু মৃত্যুর খবর এলেও এটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’ বর্তমানে কেরালায় সর্বাধিক ৪৩০ জন এবং মহারাষ্ট্রে ২০৯ জন নতুন করে আক্রান্ত হয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি