ডোনাল্ড ট্রাম্প এবং প্যারামাউন্ট গ্লোবাল–এর মধ্যে আলোচিত মামলার অবসান ঘটেছে ১৬ মিলিয়ন ডলারের একটি সমঝোতার মাধ্যমে। মামলাটি ছিল সিবিএস-এর “60 Minutes” অনুষ্ঠান-এ কমলা হ্যারিসের একটি সাক্ষাৎকার সম্পাদনা সংক্রান্ত।
২০২০ সালে প্রচারিত সাক্ষাৎকারটিতে, ট্রাম্পের দাবি অনুযায়ী, কমলা হ্যারিসের বক্তব্যকে এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং তার (ট্রাম্পের) রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়।
ট্রাম্পের আইনজীবী বলেন, এই ঘটনার ফলে তিনি "মানসিক যন্ত্রণা" ভোগ করেছেন এবং এটি ভোটারদের বিভ্রান্ত করেছে।
নিষ্পত্তির শর্ত: প্যারামাউন্ট ট্রাম্পের ভবিষ্যৎ প্রেসিডেনশিয়াল লাইব্রেরির জন্য ১৬ মিলিয়ন ডলার প্রদান করবে। তবে ট্রাম্প ব্যক্তি হিসেবে এই অর্থ পাবেন না। এছাড়া ভবিষ্যতে “60 Minutes”–এ প্রেসিডেন্ট প্রার্থীদের সাক্ষাৎকারের সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট প্রকাশ করা হবে, যদি না কোনও আইনগত বা জাতীয় নিরাপত্তা ইস্যু থাকে।
এদিকে এই নিস্পত্তির প্রতিবাদে সিবিএস নিউজের প্রেসিডেন্ট ও “60 Minutes”–এর প্রযোজক পদত্যাগ করেছেন।
ট্রাম্পের বিরুদ্ধে করা একাধিক মিডিয়া মামলার মধ্যে- এবিসি নিউজ তাকে ১৫ মিলিয়ন ডলার প্রদান করেছে। মেটা (ফেসবুক) ২৫ মিলিয়ন ডলারে ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেনশন মামলার নিষ্পত্তি করে।
চলমান এ পরিস্থিতিতে সমালোচকরা বলছেন, এই ধরনের নিষ্পত্তি সংবাদের স্বাধীনতার জন্য হুমকি হতে পারে এবং ভবিষ্যতে রাজনৈতিক নেতারা গণমাধ্যমকে চাপে ফেলতে পারেন অর্থনৈতিক বা আইনি পথে।