ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদন মতে, রোববার (৬ জুলাই) ইয়াহিয়া সারি এই ঘোষণা দেন। তিনি বলেন, তেল আবিবের কাছে অবস্থিত ইসরাইলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিওনে দিনের শুরুতে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্রের মতে, ক্ষেপণাস্ত্র অভিযান ‘সম্পূর্ণরূপে সফল’ হয়েছে এবং এর ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে।
এছাড়া তেল আবিবের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী ‘ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য’ প্রস্তুত আছে বলেও জানান তিনি। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেন কয়েক দফায় বেন গুরিওন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।