সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাবি শিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি 

রাবি প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২৫, ২১:১৫
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাবি শিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি 
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও শোভাময় বৃক্ষরোপণ করা হয়

"একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে" এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে রাবি শাখা ইসলামি ছাত্রশিবির। ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্যাম্পাসে ৭২ টি চারা রোপণ করে তারা।

রবিবার ( ৬ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী পর্বে রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও শোভাময় বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচি সম্পর্কে রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, বিভিন্ন ধরনের গাছের চারা নিয়ে আসার চেষ্টা করেছি আমরা। যার মধ্যে রয়েছে ফলজ, বনজ, এবং ঔষধি গাছের চারা।

কিছু বিলুপ্তপ্রায় বৃক্ষ আছে যেগুলো আমরা আজকে নিয়ে আসার চেষ্টা করেছি।

সফেদা, করমচা, জলপাই, হরিতকী, অর্জুন, লটকন এ ধরনের গাছগুলো আমরা রোপণ করার জন্য নির্বাচন করেছি। এছাড়াও, কাঁঠাল, আমড়া এ ধরনের কিছু ফলজ গাছও রয়েছে।

এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এ বৃক্ষরোপণ কর্মসূচি করছি।

৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ন্যারেটিভ ধরে রাখতে আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ৭২টা গাছের চারা রোপণ করবো । সারা দেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এ বৃক্ষরোপণ অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় আমরা ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ অভিযান করছি।

এ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দোয়া করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় যেনো শুধু দেশ না, সারা বিশ্বের মধ্যে শিক্ষা, গবেষণা, সাহিত্য সব দিক দিয়ে সম্মানের স্থানে চলে যায়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিবিরের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্তিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে