রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

হাবিব স্বৈরাচারের ডানায় ভর করে কর্মীদের অনাথ বানিয়েছে: পিন্টু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ২০:৫২
আপডেট  : ০৫ জুলাই ২০২৫, ২০:৫৪
হাবিব স্বৈরাচারের ডানায় ভর করে কর্মীদের অনাথ বানিয়েছে: পিন্টু
যায়যায়দিন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ডানায় ভর করে দলের ত্যাগী নেতাকর্মীদের অনাথ বানিয়ে তাদের উপর নানা অত্যাচার অনাচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

শনিবার (৫ জুলাই) সকালে ঈশ্বরদী কেন্দ্রীয় খায়রুজ্জামান বাবু বাস ট্রার্মিনাল থেকে বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে দিনব্যাপী আয়োজিত পথ সভায় বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেন।

এ বহরে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, হাবিবুর রহমান হাবিবের জন্ম আওয়ামী লীগে তাই তার মধ্যে এখনও আওয়ামীপ্রেম রয়ে গেছে।

যার বহিঃপ্রকাশ আপনারা ইতোমধ্যেই তার কাজ কর্মের মাধ্যমে পেয়েছেন। দলের হাইকমান্ড যখন অনুপ্রবেশ কারীদের জন্য কঠোর নির্দেশনা দিচ্ছে তখন তার সাথে পথ চলাদের অধিকাংশই স্বৈরাচার আওয়ামীলীগের দোসর।

এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষেই আমি কাজ করে যাচ্ছি। সেই সাথে এই অঞ্চলের অবহেলিত মানুষ এবং নেতা কর্মীদের মাঝে জনসংযোগ করছি।

জাকারিয়া পিন্টু বলেন, পাবনা-৪ ( ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি বলতে চাই, এসব অঞ্চলে আওয়ামীরুপি বহিরাগতরা যেনো কোনো ভাবেই দলে (বিএনপিতে) অনুপ্রবেশ করতে না পারে সেই লক্ষ্যেই আপনাদের সাথে কাজ করে যাচ্ছি । তবে মনোনয়নের জন্য দল যে সিন্ধান্ত দেবে আমি সেটায় মেনে নিব ।

এর আগে বহরটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাশুড়িয়া ট্রাফিক মোড়, দড়গাবাজার হয়ে আটঘরিয়া উপজেলায় প্রবেশ করে ।

পরে পারখিদিরপুর, চাঁদভা, আটঘরিয়া বাজার, লক্ষিপুর, মতিঝিল সহ বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা. আটঘরিয়া উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ও মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী সেচ্ছাসেব দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান সোনামণি সহ ঈশ্বরদী ও আটঘরিয়ার উপজেলার হাজার হাজার নেতাকর্মীরা ।

উল্লেখঃ জাকারিয়া পিন্টু আলোচিত শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে কারা নির্যাতিত নেতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী।

তিনি পাবনা জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদীর পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে