গাজায় ৪০ হাজার ফিলিস্তিনি যোদ্ধা লড়াইরত রয়েছেন বলে জানিয়েছে খোদ ইসরায়েলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, যুদ্ধের আগে হামাসের যেমন শক্তি ছিল, তারা ফের একই জায়গায় ফিরে গেছে। রোববার (৬ জুলাই) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে এক মতামত নিবন্ধে ব্লিক জানিয়েছেন, বর্তমানে হামাসের যোদ্ধা রয়েছে প্রায় ৪০ হাজার। এই সংখ্যা যুদ্ধ শুরু হওয়ার আগের শক্তির সমান। হামাসের অনেক যোদ্ধা এখনো সুড়ঙ্গে থেকে অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, হামাস এখনো গেরিলা যোদ্ধা হিসেবে লড়াই করছে। যেমনটা তারা যুদ্ধের শুরুতে করেছিল। গোষ্ঠীটি কখনো সেনাবাহিনী ছিল না, যার মানে তারা তাদের সামরিক সক্ষমতাও হারায়নি, যেমনটা ইসরায়েল সেনাপ্রধান দাবি করেন।
এই ইসরায়েলি জেনারেলের মন্তব্য এমন সময়ে এলো, যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, হামাসকে তারা প্রায় নির্মূল করে ফেলেছে।