ফ্রান্সে মহানবী (সা:) নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনী,সারা বিশ্বে মুসলিম নির্যাতন এবং বাংলাদেশের কিছু মিডিয়াতে ইসলামী সংস্কৃতি নিয়ে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সর্বস্তরের তাওহীদী জনতা।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহীদ রফিক চত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা সাঈদ নূর,মাওলানা নিজাম উদ্দিন,মাওলানা আব্দুল্লাহ ফিরোজ,মাওলানা সামছুল ইসলাম, মাওলানা মাসুদুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা ফ্রান্স সরকারের সহযোগিতায় বাক স্বাধীনতার নামে বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এবদো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রচার করায় ফ্রান্সকে বয়কটসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান। বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের দূতাবাস দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। এছাড়া ফ্রান্সের তৈরি সকল ধরনের পন্য বর্জনের ঘোষণা দেন ।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd