মক্কায় অবস্থিত হেরা গুহায় সাধারণ মানুষ যেনো আরও সহজে যেতে পারে তার জন্য সেখানে ক্যাবল কার সিস্টেম তৈরি করবে সৌদি আরব। গুহাটি পরিদর্শন করা কিছুটা কষ্টসাধ্য। উঁচু পাহাড় বেয়ে উঠতে হয় বেশ কিছু পথ। সৌদি আরবের আশা ২০২৫ সাল নাগাদ এই সেবা চালু হবে।
হেরা গুহার সঙ্গে একসাথে পাঁচজন মানুষ বসতে পারেন। পাহাড়টির বৈশিষ্ট হলো এটি দেখতে উটের কুঁজের মতো। পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে। বিখ্যাত জাবাল আল নূর পাহাড়ে হেরা গুহাটি অবস্থিত।
এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। হেরা গুহা যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সৌদি সরকার। ক্যাবল কার সিস্টেম তৈরির বিষয়টি এই পরিকল্পনারই অংশ।
ক্যাবল কার সাধারণ দর্শনার্থীদের হেরা গুহায় নিয়ে যাবে। এই গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত। আর এটির উচ্চতা ৬৩৪ মিটার।
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) হেরা গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী পেয়েছিলেন। জিব্রাইল (আ.) এই গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী নিয়ে এসেছিলেন মহানবীর কাছে।
সূত্র: গালফ নিউজ