নৌ বাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট।
কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রুল জারি করেন।
আদালতে ইফরান সেলিমের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীব সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
গত বছর ২৫ অক্টোবর রাতে এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে। পরের দিন হাজী সেলিমের ছেলেসহ সাতজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়।
গত বছর ২৭ ডিসেম্বর নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হলে হাইকোর্টে জামিন আবেদন করেন ইফরান সেলিম। সে আবেদনেই শুনানি করে তার জামিন প্রশ্নে রুল জারি করলো উচ্চ আদালত।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd