শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনার রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যায় মামলা দায়ের

পাবনা প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৩, ১১:২৫
ফাইল ছবি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিমত কোম্পানির গাড়িচালক সম্রাট হোসেন হত্যায় মামলা দায়ের হয়েছে। গেল রাতে ঈশ^রদী থানায় মামলাটি দায়ের করেন নিহতের বাবা আবু বক্কার। মামলায় সম্রাটের বন্ধু আব্দুল মমিন ও তার স্ত্রী সীমা খাতুনসহ অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জনকে আসামী করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সম্রাটের বন্ধুর স্ত্রী সীমা খাতুনকে আটক করে পুলিশ। আটকের পর সে পুলিশের কাছে হত্যার বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে বলে জানা গেছে। শনিবার সকালে পাবনার সীমান্তবর্তী কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি গাড়ি থেকে দূর্গন্ধ পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাডো জিপের ভেতর থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করে। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন সম্রাট হোসেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, আটককৃত সীমা খাতুনের রিমান্ড চেয়ে তাকে আজ আদালতে তোলা হবে। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে