বরিশাল জেলার উজিরপুরে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাদকসেবীকে ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম ইশমাম।
সুত্রে জানা যায়,২৭ আগষ্ট রাত ৮ টার দিকে ইচলাদী বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের পিছনে গাঁজা সেবনরত অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা কালীন সময়ে দুই মাদক সেবিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উজিরপুর উপজেলার উপেন্দ্র ঘোষের ছেলে সমীর ঘোষ (৪৮) এবং দক্ষিণ শিকারপুর গ্রামের রাজ্জাক খানের ছেলে হুমায়ুন কবির (৪২)। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি কে. এম ইশমাম। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার এসআই সনেট।
এ ব্যাপারে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম জানান, উল্লেখ্য অভিযুক্ত দুই মাদকসেবিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং তাদের দুজনকে নগদ ২৪ শত টাকা জরিমানা করা হয়।
যাযাদি/ এস