শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
আজ বোকা বানানোর দিন!

‘এপ্রিল ফুল’ কেন পালিত হয়?

যাযাদি ডেস্ক
  ০১ এপ্রিল ২০২৪, ১৯:১৯
‘এপ্রিল ফুল’ কেন পালিত হয়?

এপ্রিল মাসের প্রথম দিনটা হাসিঠাট্টার মধ্য দিয়ে পালিত হয়। গোটা বিশ্বেই এপ্রিল ফুল পালিত হয়। এপ্রিল ফুল নিয়ে অনেক কাহিনি প্রচলিত আছে।

এই দিনের উৎপত্তি নিয়ে রহস্যের খামতি নেই। এমনকী ইতিহাসবিদদের কাছেও এই দিনটি ঠিক কবে থেকে উদযাপন শুরু হয়েছিল, তার সদুত্তর নেই। বেশিরভাগেরই অনুমান ১৬ শতকে জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তনের সময় থেকে এই দিনটি পালন করা হচ্ছে। সেই থেকেই দিনটির প্রচলন হয়।

রোমান দার্শনিক প্লুটো যখন তাঁর স্ত্রী পারসিফনকে অপহরণ করে আনেন, তখন পারসিফনের মা সেরিস মেয়েকে খোঁজার অনেক চেষ্টা করেন। কিন্তু পান না। মেয়ে তখন মাটির নীচে। কিন্তু তাঁর মা ‘বোকার মতো’ মাটির উপরে খুঁজতে থাকেন। সেই ‘বোকামি’র কথা ভেবেই নাকি রোমানরা এই দিনটিতে বোকামি দিবস পালন করত।

অনেকে আবার এই দিনটির সূচনা খুঁজে পায় প্রাচীন রোমের একটি উত্সবে। উৎসবের নাম ছিল হিলারিয়া (ল্যাটিন ভাষায় আনন্দ)। মানুষ ছদ্মবেশে নানান আজব পোশাক পরে সহ নাগরিকদের নিয়ে ঠাট্টা করে এই দিনটিকে পালন করত।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে