একাকীত্ব থেকে অনেক সময় মনে হয়, আমিও যদি কারও ভালোবাসা পেতাম! আর দেখা যায় এই ভাবনা থেকে অনেক সময় তাড়াহুড়ো করে সম্পর্কে জড়িয়ে পড়েন। চলুন জেনে নেই, সম্পর্ক খুঁজতে গিয়ে সাধারণত কী ভুলগুলো করছেন। আর কীভাবে তা এড়িয়ে চলবেন।
কারও ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যাবে
অনেকে মনে করেন, আমি তো ভেঙে পড়েছি, যদি কেউ পাশে থাকত তাহলে সব ঠিক হয়ে যেত।
কিন্তু বাস্তবতা হলো, যদি নিজের সঙ্গেই আপনি সুখী না থাকেন, তাহলে অন্য কেউ এসে আপনাকে সুখী করতে পারবে না।
তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন।
ভুল দেখে, না দেখার ভান করা
শুরুর দিকে যদি দেখেন কেউ রূঢ় আচরণ করছে, ঠিকভাবে গুরুত্ব দিচ্ছে না। তবুও আমরা অনেক সময় ভেবে নিই, ‘সময় গেলে বদলে যাবে।’ এটা ভুল।
যদি শুরুতেই মন খারাপ হতে থাকে, বুঝবেন এটা সঠিক সম্পর্ক নয়। সম্পর্ক মানেই তো স্বস্তি, মানসিক শান্তি।
একা থাকার ভয় থেকে আপোষ
অনেকে শুধু ‘একলা লাগছে’ বলে এমন সম্পর্কেও ঢুকে পড়েন। যেখানে ভালোবাসা নেই, বোঝাপড়াও নেই। এটা মোটেও করা যাবে না। অপেক্ষা করুন, এমন কাউকে খুঁজুন, যে আপনাকে সম্মান করে এবং বোঝে।
নিজেকে বদলে ফেলা
অনেকে প্রেম পাওয়ার আশায় নিজের পছন্দ, মতামত, এমনকি স্বভাবও বদলে ফেলেন। সবকিছুতেই ‘হ্যাঁ’, শুধু যেন সম্পর্কটা না ভেঙে যায়। এই কাজটি করতে যাবে না।
ভালোবাসা খোঁজার এই পথে নিজের সম্মান, সত্ত্বা আর বিশ্বাস যেন হারিয়ে না যায়। সম্পর্ক হোক এমন, যেখানে আপনি আরও ভালো মানুষ হয়ে উঠতে পারেন।