বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আওতাধীন দিনাজপুরের ঘোড়াঘাটে ওসমানপুর সেনা ক্যাম্পের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করেন। রবিবার বিকালে ২ শত পরিবারের মাঝে চাল, ডাল, চিনি ও বিভিন্ন সামগ্রীসহ ৫ শতাধিক মানুষকে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে রংপুর সেনানিবাসের ২৫ বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুরসালিন আহম্মেদ, লেফটেন্যান্ট কর্ণেল একেএম আলমগীর হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোস্তাফিজ, মেজর আতাউর রহমান, ওসমানপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ফারাবি, মেজর নাজমুল হক, ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্ণেল মুরসালিন আহম্মেদ জানান, সেনাবাহিনীর সেবামূলক কার্যক্রমে অংশ হিসেবে আগামীতেও এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।