সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৮ মে ২০২৫, ১৯:২২
কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত
প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত জেরে ও গোয়ালের গরু ছেড়ে দেওয়া নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে।

আজ রোববার (১৮ মে) দুপুরে কেন্দুয়া পৌরসভার ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

1

সরেজমিনে গিয়ে জানা যায়, জমি সংক্রান্ত জেরে ও কালামের গোয়ালের গরু ছেড়ে দিলে ২নং ওয়ার্ডের আইথর গ্রামের মাইজপাড়ার মৃত খুরশিদ মিয়ার ছেলে হান্নানের খালাতো ভাই শাহ আলম ও মো. কালামের সঙ্গে হান্নানের মামাতো ভাই কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামের মৃত আ. হেকিমের ছেলে মো. আজিজুল হক, তার ভাইস্তা হীরন ও কিরনের মধ্যে গত শনিবার (১৭ম) আনুমানিক রাত আটটায় আইথর সেনবাড়ি মোড়ে এ মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হয় লাল মিয়ার ছেলে মো. কালাম ও শাহ আলম।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কালামকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ হাসপাতালে রেকার্ড করেন।

ময়মনসিংহ মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কালামের বড় ভাই শাহ আলম বলেন, ‘কী নিয়ে কী হলো আমি জানি না। মূল ঘটনা হান্নান ও আজিজুলের মধ্যে। তারা সম্পর্কে ফুফাতো-মামাতো ভাই। কিন্তু আজিজুল ও তার ভাইস্তারা আমাদের ওপর আক্রমণ করে। এতে আমার ভাই কালাম গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করে।’

মো. হান্নান মিয়া বলেন, ‘আমার সঙ্গে আজিজুলের কবরের জায়গা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল গতকাল (শনিবার)। এছাড়া তেমন কিছু হয়নি।’

এ বিষয়ে কেন্দুয়া থানার তদন্ত কর্মকর্তা ওমর কাইয়ুম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে