বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

চাকরিজীবীদের গরমে ফ্যাশন হবে যেমন

যাযাদি ডেস্ক
  ১৯ জুলাই ২০২২, ১৩:১৯
চাকরিজীবীদের গরমে ফ্যাশন হবে যেমন
ফাইল ছবি

যারা চাকরি করেন তাদের অবশ্য মাথায় রাখতে হয় অনেক কিছুই। পোশাক হতে হবে এমন যা পরে আপনিও স্বস্তি পাবেন আবার ক্লায়েন্ট বা কলিগরাও অস্বস্তিবোধ করবে না। চাইলে পরতে পারেন হাফহাতা সুতি বা ব্লকের শার্ট, পোলো শার্ট অথবা ফতুয়া সঙ্গে স্ট্রেইট কাটের জিন্স।

কিন্তু অফিস যদি ক্যাজুয়াল লুক মানোট না চায় তখন? ফরমাল পোশাক পরলেও খেয়াল রাখুন শার্টের কাটিং যেন আরাদায়ক হয় আপনার জন্য। প্যান্টের বেলায় বেছে নিতে পারেন গাঢ় ধূসর, হালকা ধূসর, অফ হোয়াইট, বাদামি কিংবা বিস্কিট রং। এই রঙের প্যান্টগুলো মানিয়ে যাবে যেকোনো শার্টের সঙ্গে। তবে গরমে একরঙা বা সুতি চেকের শার্ট বেশি মানানসই।

যাযাদি/ এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে