রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭ টায় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক।
বিমানবন্দর থানার এসআই মশিউল আলম বলেন, পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে।
এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd