দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (২ মার্চ) পর্যন্ত করোনার টিকা নিয়েছেন মোট ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। এ দিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন ও নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন। এদের মধ্যে ৭৭৩ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার টিকা নিয়েছেন এক লাখ ১৪ হাজার ৬৮০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৪২ হাজার ৫৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৮৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২১ হাজার ৪৭০ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৮৪৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৩৫৪ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৫৭০ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৩০৬ জন, আর সিলেট বিভাগে ৪ হাজার ৬৬৯ জন।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd