মহামারী করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪৪১ জন।
শুক্রবার কোভিড-১৯ রোগের হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে নতুন করে ৬৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪৯ হাজার ১৮৪ জন।
আর গত একদিনে ৬৭৬ জন সেরে উঠলে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ এক হাজার ১৪৪ জন।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd