নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মো. আবদুল বাতেন সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী রাজিয়া সুলতানাও নির্বাচন কর্মকর্তা। ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে (এসডিইও) দায়িত্ব পালন করেছেন আবদুল বাতেনের স্ত্রী।
এসডিইও’র অফিসিয়াল ফেসবুকে তাদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে- ‘মো. আবদুল বাতেন, মহাপরিচালক নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা ও মোসাম্মৎ রাজিয়া সুলতানা, নির্বাচন অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিস, ঢাকা উভয় করোনা পজিটিভ।’
ইসি কর্মকর্তারা জানান, এ পর্যন্ত আমাদের কয়েক ডজন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এখনও অনেকের উপসর্গ রয়েছে। করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছে নির্বাচন কমিশন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সব নির্বাচন স্থগিত থাকবে।
আবদুল বাতেন এর আগে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। অতি সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান। এছাড়া জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুদারের গাড়ি চালক দুলাল মিয়া মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা গেলেও তার করোনা পজিটিভ ছিল।
যাযাদি/এসআই
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd