সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

শাহজালালে অস্ত্রসহ চিকিৎসক দম্পতি আটক

যাযাদি ডেস্ক
  ২২ এপ্রিল ২০২১, ১৪:৪৬
শাহজালালে অস্ত্রসহ চিকিৎসক দম্পতি আটক
শাহজালালে অস্ত্রসহ চিকিৎসক দম্পতি আটক

ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে উঠতে গেলে চিকিৎসক দম্পতিকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল।

অভিযুক্তরা হলেন ডা. মোসাহিদ রহমান এবং তার স্ত্রী ডা. তানজানা মাহিনুর।

বিমানবন্দর সূত্র জানায়, ওই ডাক্তার দম্পতির হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশিকালে স্ক্যানার মেশিনে একজনের হ্যান্ডব্যাগের ভেতর একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলির অস্তিত্ব মনিটরে ভেসে উঠে। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে। এসময় চিকিৎসক দম্পতি অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও প্লেনে উঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা দেয়নি। পরে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। অস্ত্রসহ প্লেনে উঠতে হলে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। উত্তরে তারা বলেছেন, খেয়াল ছিল না।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে