কলকাতায় পি কে হালদারকে আরো ১৪ দিনের রিমান্ড চেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। আজ বাঙ্কশাল কোর্টে এ আবেদন জানানো হয়। মঙ্গলবার (১৭ মে) বাঙ্কশাল কোর্টে এ আবেদন জানানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতে মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে।
আবেদন আরো বলা হয়, ১৪ দিনের রিমান্ড ছাড়াও ইডি আদালতের কাছে সিআরপিসির ৬৫ ধারায় অনুমতি চেয়ে বলেছে, অভিযুক্তদের যেকোনো জায়গায় নিয়ে যেকোনো ঘরে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায়। পাশাপাশি ১৯ (৫) ধারায়, অনুমতি চেয়ে বলেছে, অভিযুক্তদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেয়ার অনুমতি চেয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এসব অনুমতি চাওয়ার তাৎপর্য হচ্ছে, পি কে হালদারকে নিয়ে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে তারা।
এর আগে প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আজ মঙ্গলবার কলকাতার বাঙ্কশাল আদালতে তোলার জন্য নেয় ভারতের তদন্তকারী সংস্থা ইডি। গত শনিবার থেকে তাকে তিনদিনের রিমান্ডে নিয়েছিল সংস্থাটি। সোমবার সেই মেয়াদ শেষ হয়। সেই রিমান্ডে কি অগ্রগতি হয়েছে, সে সম্পর্কেও আদালতে জানানো হবে।
তিনদিন ধরে পি কে হালদার ও তার পাঁচজন সহযোগী, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের দফায় দফায় জেরা করেছে ইডি। পি কে হালদারের আরও সম্পত্তির বিষয়ে তারা নির্দিষ্ট তথ্য পেয়েছে বলেই মনে করা হচ্ছে; যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি তারা। অসংখ্য জমি ও বাড়ির পাশাপাশি মাছের যে ঘেরগুলো হালদার ও তার সহযোগীরা দীর্ঘ মেয়াদে লিজ নিয়েছিলেন, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd