বাংলাদেশের সঙ্গে এয়ার সার্ভিস চুক্তি এবং দক্ষতা ও জ্ঞান বিনিময়ে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। সোমবার (২৩ মে) সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইড লাইনে দেশটির স্টেট সেক্রেটারি লিভিয়া লিউয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ জেনেভা আগ্রহের কথা ঢাকাকে জানায়।
জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, প্রতিমন্ত্রী বাংলাদেশে আরও সুইস বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম সহজ বিনিয়োগের সুযোগ দেয়। শাহরিয়ার আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অসামান্য সাফল্যের কথা তুলে ধরেন।
কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপের ওপর আলোকপাত করে প্রতিমন্ত্রী মহামারি মোকাবিলা এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন। তিনি রোহিঙ্গা সংকটের দ্রুত টেকসই সমাধানের জন্য সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন।
সুইস স্টেট সেক্রেটারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রশংসা করেন।
তিনি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ আগামী বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার জন্য তার দেশের আগ্রহের কথা জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে সুইজারল্যান্ডের প্রার্থীতাকে নিঃশর্ত সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd