শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আজ রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত

যাযাদি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৩৬
ফাইল ছবি

সারাদেশের বইছে তীব গরম এর মধ্যে আবহাওয়া অফিস বলছে আজ রাতেই হতে পারে ঝড়-বৃষ্টি। দেশের উপকূলীয় অঞ্চলে সতর্ক সংকেত জারি করা হয়েছে। তীব্র গরমের মধ্যে এবার এলো ঝড়ের সঙ্গে বৃষ্টির আভাস। সঙ্গে নদীবন্দরকে দেখাতে বলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা সোমবার (২২ এপ্রিল) বিকেল এসব তথ্য জানান।

শাহনাজ সুলতানা জানান, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ইতোমধ্যে স্থানীয়ভাবে মাকিং করা হয়েছে।

জানা যায়, এ ছাড়াও আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে