শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

রণক্ষত্রে প্রেস ক্লাব, সাউন্ড গ্রেনেডের  মুহুর্মুহু শব্দে কেঁপে উঠছে চারপাশ

যাযাদি ডেস্ক
  ০৪ আগস্ট ২০২৪, ১৩:১৯
আপডেট  : ০৪ আগস্ট ২০২৪, ১৩:৫১
রণক্ষত্রে প্রেস ক্লাব, সাউন্ড গ্রেনেডের  মুহুর্মুহু শব্দে কেঁপে উঠছে চারপাশ
ছবি-যায়যায়দিন

সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠছে জাতীয় প্রেস ক্লাব এলাকা। প্রেস ক্লাবের সামনে একাধিক সংগঠন সমাবেশ করছিলেন। এ সময় হাইকোর্টের দিক থেকে মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পণ্ড হয়ে যায় সমাবেশ।

বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে প্রেস ক্লাব।

আন্দোলনকারীরা সচিবালয় মেট্রোরেলের নিচে অবস্থান নিয়েছেন। বর্তমানে তারা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে।

গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে