সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

কারা মহাপরিদর্শককে বদলি, নতুন দায়িত্বে বি. জেনারেল মোতাহের হোসেন

বিশেষ প্রতিনিধি
  ১১ আগস্ট ২০২৪, ১৮:৫৬
আপডেট  : ১১ আগস্ট ২০২৪, ১৯:৫৫
কারা মহাপরিদর্শককে বদলি, নতুন দায়িত্বে বি. জেনারেল মোতাহের হোসেন
ছবি যাযাদি

কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হককে বদলি করা হয়েছে। তাকে সেনাসদরের এম অ্যান্ড কিউ পরিদফতরে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

রোববার (১১ আগস্ট) সামরিক সচিব মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ২১তম মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন। আর সাবেক কারা মহাপরিদর্শক এএসএম আনিসুল হককে সেনা সদর দফতরে ফিরিয়ে নেয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১ তম বিএমএ লং কোর্সে বংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোর এ কমিশন লাভ করেন, বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইন্সট্রাকশনাল এপয়েন্টমেন্টে দায়িত্ব পালন করেন তিনি। তিনি বংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি (বিএমএ), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট) এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) দায়িত্ব পালন করেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের শান্তিরক্ষা কার্যক্রমে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ইউএনএমআইএসএসে বাংলাদেশ ব্যাটেলিয়ানকেও নেতৃত্ব দেন। এছাড়া ইউএনএএমএমএসআইএলে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং ইউএনএমআইএলে ফোর্স হেড কোয়ার্টার্স অপারেশনাল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে