শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

পুনরায় চালু হলো মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন

যাযাদি ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৪, ২১:৫২
আপডেট  : ০৩ নভেম্বর ২০২৪, ২১:৫৯
ছবি : যায়যায়দিন

মেট্রোরেলে ভ্রমণের কার্ড এমআরটি পাসের নতুন রেজিস্ট্রেশন পুনরায় চালু করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (৩ নভেম্বর) থেকে সেবাটি আবারও চালু হয়। সেই সঙ্গে একক যাত্রার আরো ২০ হাজার পাস ডিএমটিসিএলে যুক্ত হয়েছে।

গত শুক্রবার ডিএমটিসিএলের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, ‘অনিবার্য কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড নিবন্ধন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

মূলত সার্ভার জটিলতার কারণে এমআরটি পাস নিবন্ধের সেবা বন্ধ রাখতে হয়। মেট্রোরেলের নিজস্ব সার্ভার নেই। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সার্ভার ব্যবহার করে মেট্রো কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘এই সেবাটি আমাদের ৭ তারিখে চালু করার কথা ছিল। কিন্তু মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করা হয়েছে। আজ থেকেই সেবাটি চালু হয়েছে। আর নতুন করে একক যাত্রার পাস ২০ হাজার বাড়ায় যাত্রীদের টিকিট কাটার লাইনে বেশিক্ষণ থাকতে হবে না।

বর্তমানে মেট্রোরেল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। শুধুমাত্র শুক্রবার দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে