শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

যাযাদি ডেস্ক
  ০৭ নভেম্বর ২০২৪, ১০:৪৬
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং আট জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।

এ বিষয়ে বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত নয়টি পৃথক গেজেট প্রজ্ঞাপন জারি করে।

অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার ভূঁইয়া মাহবুব হাসান, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু, মো. আজিজুর রহমান সরকার, মো. মিজানুর রহমান, মো. আকতারুজ্জামান, আলেপ্পা রাজু সাহা, রনজিত কুমার বড়ুয়া, আবু মো. ফজলুল করিম ও মো. জিয়াউর রহমান।

প্রজ্ঞাপন অনুসারে, পাবলিক সার্ভিস অ্যাক্ট-২০১৮ এর ধারা ৪৫ অনুসারে, জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে