১৩ মে ২০২৫: ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সফল সমাপ্তিকে ঘিরে নারায়ণগঞ্জ জেলায় গড়ে উঠল এক অনন্য নজির। জেলার বিভিন্ন কেন্দ্রের ৩৩,১৮২ জন পরীক্ষার্থীর হাতে পরীক্ষার শেষে চকলেট তুলে দেওয়া হয় উপহার হিসেবে।
এ ব্যতিক্রমী ও মানবিক আয়োজনে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে হাসি, আর তাদের পরীক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণীয় হয়ে ওঠে।
নারায়ণগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং তত্ত্বাবধানে এই আয়োজনটি বাস্তবায়িত হয়। জেলা প্রশাসনের এমন উদ্যোগ শুধুমাত্র উপহার প্রদান নয়, বরং এটি ছিল শিক্ষার্থীদের প্রতি উৎসাহ, ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক।
জেলা প্রশাসক মহোদয় স্বয়ং ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে সরাসরি চকলেট বিতরণ করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের পরীক্ষাজীবনের এই অধ্যায় সফলভাবে সম্পন্ন করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তার আন্তরিক উপস্থিতি ও সদ্ভাবনা শিক্ষার্থীদের মাঝে এক ভিন্নধর্মী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
চকলেট বিতরণের পাশাপাশি জেলা প্রশাসক শিক্ষার্থীদের সার্বিক পরীক্ষার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরীক্ষোত্তর সময়কে ইতিবাচকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এই সময়টিকে শুধু বিশ্রামের জন্য নয়, আত্মউন্নয়ন ও ভবিষ্যতের প্রস্তুতির জন্যও ব্যবহার করতে হবে।” শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি নানা বাস্তবভিত্তিক দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগণ, যারা এ উদ্ভাবনী উদ্যোগকে সাধুবাদ জানান।
শিক্ষাক্ষেত্রে জেলা প্রশাসনের এমন মানবিক ও শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গি সমাজে একটি ইতিবাচক বার্তা প্রেরণ করে।
শুধু পরীক্ষার্থীরা নয়, অভিভাবক ও শিক্ষক মহলেও এই উদ্যোগ গভীরভাবে প্রশংসিত হয়। শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ এবং ইতিবাচক মনোভাব গঠনে এমন উদ্যোগ নিঃসন্দেহে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সুশীল সমাজ মনে করে জেলা প্রশাসনের এ রকম উদ্যোগ কেবল চকলেট বিতরণে সীমাবদ্ধ নয়, বরং এটি ছিল কোমলমতি শিক্ষার্থীদের প্রতি শুভকামনা ও ভালোবাসার এক হৃদয়স্পর্শী বহিঃপ্রকাশ, যা তাদের আগামীর পথচলায় সাহস ও প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।