রাজধানী ঢাকার শাহবাগে রোববার (২৫ মে) সমাবেশ করবে জুলাই ঐক্য নামের একটি প্লাটফর্ম। ‘ভারতীয় ষড়যন্ত্র’ রুখে দিতে জুলাইয়ের ‘সব’ শক্তিকে নিয়ে এ দিন বিকেলে অনুষ্ঠিত হবে এ সমাবেশ।
শুক্রবার (২৩ মে) প্লাটফর্মটির সংগঠক এবি জুবায়ের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।
এবি জুবায়ের বলেন, ২৫ মে বিকেল সাড়ে ৩টায় জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে প্রতিবাদ সমাবেশ করা হবে।
এ ছাড়া ২৪ থেকে ৩০ মে সারাদেশে থাকা জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে অনলাইন এবং অফলাইনে ক্যাম্পেইন করা হবে বলে জানান তিনি।