রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

উ. কোরিয়ার যুদ্ধজাহাজ দুর্ঘটনা, একাধিক কর্মকর্তা গ্রেফতার

যাযাদি ডেস্ক
  ২৫ মে ২০২৫, ১৬:৩৮
আপডেট  : ২৫ মে ২০২৫, ১৬:৪২
উ. কোরিয়ার যুদ্ধজাহাজ দুর্ঘটনা, একাধিক কর্মকর্তা গ্রেফতার
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার একটি যুদ্ধজাহাজের উদ্‌বোধনী অনুষ্ঠানে দুর্ঘটনার জন্য জাহাজ সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে আটক করেছে পিয়ংইয়ং।

আর এই খবর রবিবার (২৫ মে) উত্তর কোরীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

1

উত্তর কোরীয় বার্তাসংস্থা কেসিএনএ জানায়, চোংজিন বন্দরের প্রধান প্রকৌশলীসহ একাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাঁচ হাজার টনি জাহাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শুরুতেই জাহাজের তলা খসে সেটি ভারসাম্যহীন হয়ে পড়লে চটে যান কিম।

তিনি বলেন, এই ঘটনায় দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য সংশ্লিষ্ট সবাইকে শাস্তির আওতায় আনা হবে।

বিশ্লেষকরা ধারণা করছেন, চোংজিনের বন্দরে ওই জাহাজের উদ্বোধনে বহু মানুষ উপস্থিত ছিলেন। সবার সামনে পুরো অনুষ্ঠান বানচাল হওয়ায় সামরিক ক্ষমতা প্রদর্শনের খায়েশ পূর্ণ না হওয়ায় চটেছেন কিম।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানিয়েছে, যুদ্ধজাহাজটি নীল ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় কাত হয়ে পড়ে আছে।

জাহাজের পেছনের অংশ জেটিতে সরে গিয়ে পানিতে পড়েছে, আর সামনের অংশটি স্লিপওয়ের ওপরেই রয়ে গেছে।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তারা এই তথ্য জানায়।

কেসিএনএ আরও জানিয়েছে, জাহাজটি মেরামতের জন্য জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন কিম। আগামী মাসে অনুষ্ঠিতব্য ক্ষমতাসীন দলের সভার আগে যুদ্ধজাহাজটি ঠিকঠাক দেখতে চান তিনি।

এদিকে, ওই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধিকে ইঙ্গিত করে ভিন্ন এক বিবৃতিতে উত্তর কোরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শত্রু রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনও সামরিক হুমকি সম্পূর্ণভাবে প্রতিহত ও নিয়ন্ত্রণ করবে আমাদের সশস্ত্র বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে