শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
walton

ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীর মাঝে কাতার চ্যারিটির গ্যাস সিলিন্ডার বিতরণ

যাযাদি ডেস্ক
  ২৮ আগস্ট ২০২৩, ২০:১১

ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীর মাঝে সিলিন্ডার গ্যাস বিতরণ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি। এতে উপকৃত হয়েছে ১৭,৭৯৩ জন শরণার্থী।

শরণার্থী প্রত্যাবসন বিষয়ক সরকারি কর্র্তৃপক্ষ (আরআরআরসি) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র তত্ত্বাবধায়নে সম্প্রতি কাতার চ্যারিটি শরণার্থীদের জন্য এই রিলিফ প্রদান করে।

নিজভূমি থেকে বিতাড়িত, নির্যাতিত সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানিয়েছে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা।

কাতার চ্যারিটির সহায়তা পেয়ে রোহিঙ্গা শরণার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। নূর ফাতেমা বলেন, আমরা নিয়মিত কাতার চ্যারিটি থেকে সহায়তা পাচ্ছি। যা আমাদের শরণার্থী জীবনে স্বস্তি এনে দিয়েছে।

ভাসানচর ছাড়াও কাতার চ্যারিটি কক্সবাজারে গত এক মাসে ১০৬৩ জনকে চিকিৎসা সেবা দিয়েছে। ২১ নম্বর ক্যাম্পের কাছে স্থাপিত স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে এই চিকিৎসা দেয়া হয়।

গত দুই বছরে ক্যাতার চ্যারিটির বিভিন্ন সহায়তা প্রকল্পের মাধ্যকে উপকৃত হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৬৬ জন রোহিঙ্গা শরণার্থী।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে